Skip to Content
Filters

author.name

হাবিব জাকারিয়া

হাবিব জাকারিয়া জন্ম ১ ডিসেম্বর ১৯৭৮। শিক্ষাজীবনের বৃহদাংশ কেটেছে রংপুরে। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে ছাত্রত্ব শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে শিক্ষক হিসেবে যােগদান। করেন। বর্তমানে সহযােগী অধ্যাপক হিসেবে আছেন।। শিক্ষকতার পাশাপাশি মঞ্চনাটক লিখছেন।। উল্লেখযােগ্য মঞ্চনাটক ‘বুদবুদ’, ‘নামানুষ’ এবং | ‘ন....'। টেলিভিশনের জন্যও নাটক লিখেন। অবকাশ পেলে, প্রচারিত হয়েছে বেশ কিছু টেলিভিশন নাটক। তার চিত্রনাট্যে ইতােমধ্যে নির্মিত হয়েছে বালুঘড়ি’ ও ‘উণাদিত্য' নামে দুটি। চলচ্চিত্র।