Zillur Rahman (Poet)
জিললুর রহমান কবিতাগ্রন্থ : অন্য মন্ত্র (লিরিক, ১৯৯৫: দ্বিমত, ২০২২); শাদা অন্ধকার (লিরিক, ২০১০): ডায়োজিনিসের হারিকেন (ভিন্নচোখ, ২০১৮): আত্মজার প্রতি ও অন্যান্য কবিতা (খড়িমাটি, ২০২১)। হঠাৎ রাজেন্দ্রপুর (চন্দ্রবিন্দু, ২০২২); পপলার বন মরে পড়ে আছে (বাতিঘর, ২০২২)। প্রবন্ধ/ নিবন্ধ : উত্তর আধুনিকতা : এ সবুজ করুণ ডাঙায় (লিরিক, ২০০১: পরিবর্ধিত ২য় সংস্করণ: খড়িমাটি, ২০১৯); অমৃত কথা (লিরিক, ২০১০)। অনুবাদ : আধুনিকোত্তরবাদের নন্দনতত্ত্ব : কয়েকটি অনুবাদ (লিরিক, ২০১০); নাজিম হিকমতের রুবাইয়াৎ (বাতিঘর, ২০১৮); এমিলি ডিকিনসনের কবিতা (চৈতন্য, ২০১৮)।