সমকালীন বাংলা ভাষার অন্যতম প্রধান ঔপন্যাসিক স্বকৃত নোমান। বিষয়বৈচিত্র্য, স্বতন্ত্র ভাষা ও প্রকরণের কারণে তাঁর উপন্যাস দেশের গণ্ডি ছাড়িয়ে বাংলা ভাষাভাষী পাঠকদের কাছে সমাদৃত হচ্ছে। অনূদিত হচ্ছে অন্য ভাষায়ও। উপন্যাসে তিনি এমন এক আখ্যান তৈরি করেন, যা বাংলা সাহিত্যে অভিনব। তাঁর প্রতিটি উপন্যাস প্রাচুর্যময়। সমকালীনতা, ইতিহাস, ঐতিহ্য, মিথ, সংস্কার, কুসংস্কার, প্রেম, প্রকৃতি সব কিছুকেই ধারণ করে। বাস্তবতা ও অলীকতার সম্মিলনে উপন্যাসের যে সৌধ তিনি গড়ে তোলেন, তার চূড়ায় উঠে পাঠক আপ্লুত হন বোধে বিস্ময়ে, উপলব্ধি করেন চৈতন্যশান্তি। উপন্যাস সংগ্রহের প্রথম খণ্ডে স্থান পেল তিনটি উপন্যাস : রাজনটী, বেগানা এবং হীরকডানা। এইচএসবিসি-কালি ও কলম সাহিত্য পুরস্কারপ্রাপ্ত রাজনটী উপন্যাসের বিষয়বস্তু লোকপুরাণের এক...
স্বকৃত নোমান : উপন্যাস সংগ্রহ ১, ২
