মোহাম্মদ হারুন-উর-রশিদ
প্রফেসর মোহাম্মদ হারুন-উর-রশিদ : জন্ম ১৯৩৯ সালে। ঢাকা ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য অধ্যয়ন করেন। তিনি প্রায় এক যুগ সরকারের শিক্ষা বিভাগে চাকরি করেন। ১৯৭৩ সালে তিনি সরকারি চাকুরি থেকে ইস্তফা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। ১৯৮৫ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলে আসেন। ১৯৮৪-১৯৮৬ মেয়াদে তিনি জেনেভাস্থ আন্তর্জাতিক ওয়ার্লড ইউনিভার্সিটি সার্ভিসের সভাপতি রূপে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি বাংলা একাডেমির মহাপরিচালক নিযুক্ত হন। ১৯৯৫ সালে মেয়াদ শেষে জাহাঙ্গীরনগরে প্রত্যাবর্তন করেন ও ১৯৯৮ সালে স্বেচ্ছাঅবসরে যান। ১৯৯৮-১৯৯৯ মেয়াদের জন্য তিনি এশিয়াটিক সোসাইটির সভাপতি নির্বাচিত হন। তিনি দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনির্ভাসিটিতে ইংরেজির অধ্যাপক হিসাবে ২০০৮ পর্যন্ত নিয়োজিত ছিলেন। ১৯৯৯ সালে তিনি ইংরেজি সাপ্তাহিক ঢাকা কুরিয়ার পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন। ২০০৭ সালে তিনি বাংলা একাডেমির সভাপতি নিয়ুক্ত হন। সাহিত্য, অনুবাদ, কবিতা, সংকলন ও সম্পাদনায় তিনি একচল্লিশটি গ্রন্থের রচয়িতা। অনুবাদ কর্মে সামগ্রিক অবদানের জন্য রাইটার্স ক্লাব তাঁকে ৬ জানুয়ারি ২০২২ সালে বাংলা একাডেমিতে অনুষ্ঠিত এক সভায় সম্মাননা প্রদান করে।